
কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ টি এম নুরুল আফসারকে লাঞ্চিত করার ঘটনার বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে কলেজ মূল পটক সড়কে বিভিন্ন রকম স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করে কলেজ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষের উপর হামলাকারী নাঙ্গলকোট পৌর সদরের বাগান বাড়ির শাহাব উদ্দিন শাহিন এবং এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, নাঙ্গলকোট পৌর সদরের বাগান বাড়ির সাহাব উদ্দিন শাহিন কলেজের বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ চুরি করে দীর্ঘদিন যাবৎ গোল্ডেন টাইম রিসোর্ট নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে। বিগত দীর্ঘদিন যাবৎ কলেজের অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসায় কলেজ কর্তৃপক্ষ অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়, এ ঘটনায় গত সোমবার দুপুরে অধ্যক্ষ কলেজ মসজিদ থেকে জোহরের নামাজ শেষ করে বের হলে, গোল্ডেন টাইম রিসোর্ট মালিক শাহিন এসে কলেজ অধ্যক্ষকে খোঁজ করে, শাহিন তার রিসোর্টের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করছে কে বলেই মুসল্লিদের সামনে অধ্যক্ষকে মারধর করে লাঞ্চিত করে। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শাহীনকে সাথে সাথে আটক করে, মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে প্রেরণ করে।