
কুমিল্লার নাঙ্গলকোট বাঙ্গড্ডা-মাহিনী-হাসানপুর-বক্সগঞ্জ সড়কটির ২১ কিলোমিটার এখন বেহাল। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গুরুত্বপূর্ণ সড়কটির এমন দশায় নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং সেনবাগ উপজেলার দুই লক্ষাধিক মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটিতে অসংখ্য ছোট-বড় খানাখন্দকে যাতায়াতব্যবস্থা ভেঙে পড়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বাঙ্গড্ডা থেকে মাহিনী পর্যন্ত।
সরেজমিন দেখা যায়, সড়কটির বাঙ্গড্ডা পূর্ব বাজার, রায়কোট, মাহিনী তালতলা, মাহিনী বাজার, ঝাটিয়াপাড়া বাজার, তুলাতুলী বাজার, মৌকারা চৌরাস্তা, দক্ষিণপাড়া, আলিয়ারা উত্তরপাড়া, মধ্যপাড়া, ঢালুয়া বাজার, আজিয়ারা, শুভপুর নামক স্থানের একেকটি বড়-বড় গর্ত যেন মরণফাঁদে পরিণত হয়েছে।