বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ১.২.৩নং ওয়ার্ড এর আয়োজনে কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় স্থানীয় সেবাখোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী বাঙ্গড্ডা ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়া তে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত সেক্রেটারি ড. এ.কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামী বাঙ্গড্ডা ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মোছাদ্দেক হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউছুপ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাছান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, সাবেক সেনাকর্মকর্তা জামায়াত নেতা অহিদুর রহমান, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি কবির হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা জহির উদ্দিন কোরবান আলী, এরশাদ উল্লাহ সোহেল, সেলিম উদ্দিন, মাঈন উদ্দিন মহিন, মীর হোসেন, লকিউতুল্লাহ, সুমন মিয়া, মাওলানা বশির আহমেদ, রেজাউল হক, রাসেল আহমেদ, আনোয়ার হোসেন, জামাল হোসেন, মাওলানা আবু বকর, মাস্টার মাকসুদুর রহমান প্রমূখ।