কুমিল্লার নাঙ্গলকোটের ঝাটিয়াপাড়া বাজার পরিচালনা কমিটি নির্বাচন-২০২৪ রবিবার দিনব্যাপী ঝাটিয়াপাড়া বাজারস্থ খন্দকার হজ্ব কাফেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক কমিটির মাধ্যমে স্বাধীনতার পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন ব্যবসায়ি ভোটার বৃন্দ।
এতে মা মেডিকেল স্বত্বাধিকারী কাজী মাহবুবুল হক ১৬০ ভোট পেয়ে সভাপতি, ফ্রেন্ডশীপ স্বত্বাধিকারী মাওলানা আলমগীর হোসাইন ১৭৫ ভোট পেয়ে সেক্রেটারি, সাইমুম লাইব্রেরী স্বত্বাধিকারী জসীম উদ্দিন ১৩৮ ভোট পেয়ে কোষাধক্ষ্য নির্বাচিত হন।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন,ঝাটিয়াপাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা লাকসাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাহার মিয়াজী। ফলাফল ঘোষণা শেষে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।