কুমিল্লার নাঙ্গলকোটের লক্ষীপদুয়া প্রিমিয়ার ক্লাবের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শনিবার বিকেলে লক্ষীপদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা আবুল খায়েরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।
ছাত্রনেতা মাওলানা সাদ্দাম হোসেন ওহীদী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, নাঙ্গলকোট উপজেলা উত্তর ছাত্র শিবির সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারন সম্পাদক তাজুল ইসলাম, রায়কোট উত্তর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মান্নান, ৪নং ওয়ার্ড মেম্বার মজিবুল হক, মাওলানা আবুল হাসেম, মাওলানা আব্দুর রহমান, আবু সুফিয়ান হেলাল, আনোয়ার হোসেন, মাওলানা এয়াকুব হোসেন প্রমুখ।
খেলায় পদ্মা ফুটবল একাদশকে ৩/২ গোলে হারিয়ে বিজয় লাভ করেন মেঘনা ফুটবল একাদশ।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।