কুমিল্লার নাঙ্গলকোটে বৈষম্য, অনিয়ম, নির্যাতন বন্ধসহ ১৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মৌকরা দারুস সুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা, দ্বীনিয়া, হেফজখানা ও মহিলা মাদরাসার শিক্ষার্থীরা। গতকাল বুধবার উপজেলা সদরের বটতলায় এ কর্মসূচি পালন করা হয়। পরে ইউএনওর কাছে দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন উক্ত মাদ্রাসার কামিলের শিক্ষার্থী আব্দুল আওয়াল ফয়সাল, জোবায়ের হোসেন ও হাছান উদ্দিন। ক্লাস বর্জন করে শত শত শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
১৯ দফা দাবির মধ্যে রয়েছে ছাত্র-শিক্ষকদের ওপর অনৈতিক নির্যাতন ও পদক্ষেপ গ্রহণকারী, অনধিকার চর্চাকারী, দুর্নীতির অভিযোগ থাকা কমপ্লেক্স সুপারকে সব দায়িত্ব থেকে অব্যাহতি; বৈষম্য ও অনৈতিকতায় সহযোগিতা ও বৈধতা দান, ছাত্র নির্যাতনে মৌন সমর্থনের কারণে অধ্যক্ষের নিজের অবস্থান খোলাসা করা, অন্যথায় সব দায় স্বীকার করা; ১৫ বছরে সরকারি অনুদান ব্যয়ের তথ্য তদন্ত করে প্রকাশ করা।
এ ছাড়া লিল্লাহ বোর্ডিংসহ দরবারের সব আয়-ব্যয় নিরপেক্ষ নিরীক্ষক দিয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ; ছাত্রাবাস ভবনের সংস্কার; টয়লেট-ওজুখানার ব্যবস্থা করা; লুটপাট বন্ধ করে মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব পাঠদানের ব্যবস্থা করা; নির্দিষ্ট একাডেমিক শ্রেণিকক্ষ, ফ্যান, লাইট ও ফার্নিচারের ব্যবস্থা করা; ভালো গণিত ও ইংরেজি বিষয়ের শিক্ষক নিয়োগ; শিক্ষার্থী দিয়ে রান্নাঘরে কাজ করানো বন্ধ ও বাবুর্চি রেখে রান্নার কাজ করানো; ছাত্রদের শাসনের নামে শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ; শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়াসহ বিভিন্ন দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে বিষয়গুলো জানিয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।