ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি ভাইদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা ইউনিট।
ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জননেতা জনাব মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
উক্ত মতবিনিময় সভায় ইয়াছিন আরাফাত বলেন বিগত সময়ে ছাত্রলীগ শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে। শিক্ষার পরিবেশ উন্নয়নে ছাত্রশিবির কে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রাম, পাড়া, মহল্লায় কুরআনের দাওয়াত পৌঁছাতে হবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার সংকট মোকাবেলায় ছাত্রশিবির হবে গাইডলাইন।
আরোও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলার সম্মানিত আমির জনাব জামাল উদ্দিন,পৌরসভা আমির জনাব এস এম মহিউদ্দিন, পৌরসভা সেক্রেটারি জনাব এম.এ হারুন,ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিন সেক্রেটারি আব্দুর রাকিব, উপজেলা উত্তর সেক্রেটারি রাকিবুল হাসান প্রমুখ।