ইতালিতে বসবাসরত বাংলাদেশি আলেম-ওলামাদের সংগঠন হিলাল কমিটির উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বন্যাদুর্গত ১ হাজার ৩০ পরিবারের মাঝে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ উপহারসমাগ্রী বিতরণ করা হয়।
একই দিন বিকেলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে উপহার বিতরণ করে সংগঠনটি। এর আগে মঙ্গল ও বুধবার দিনব্যাপী সংগঠনটির উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলা, ফেনী সদর উপজেলা, সোনাগাজী, ছাগলনাইয়া ও নোয়াখালী সদর উপজেলায় নগদ অর্থ ও উপহার বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল ৮টায় নাঙ্গলকোট উপজেলার হিয়াজোড়া এতিমখানা ও ওই এলাকার ৫০ জন মাসজিদ খতিব এবং ইমামকে নগদ অর্থ প্রদান করা হয়।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- হিলাল কমিটি ইতালির সভাপতি মুফতি ওয়ালী উল্লাহ খান, হিলাল কমিটির অর্থ সম্পাদক ও মসজিদে বাইতুল আমিনের খতিব মাওলানা নূর মোহাম্মদ, ইতালির রোম শহরের মসজিদে তাওহীদের খতিব ও হিলাল কমিটির সদস্য হাফেজ মাওলানা নাছির উদ্দিন, হিলাল কমিটির সদস্য হাফেজ জিয়াউর রহমান, হিলাল কমিটির বাংলাদেশ প্রতিনিধি হাফেজ মুফতি আহমেদুর রহমান আশ্রাফ, মুফতি মশিউর রহমান, স্থানীয় প্রতিনিধি সমাজসেবক মাওলান এনায়েত উল্লাহ, হিয়াজোড়া এতিমখানা ও মসজিদ কমপ্লেক্সের সভাপতি হাজী জয়নাল আবেদীন ভূঁইয়া, সদস্য মাস্টার মিজানুর রহমান, হাফেজ রবিউল প্রমুখ।