কুমিল্লার নাঙ্গলকোটে ৬ মাজার ভাঙচুর করেছে সাধারণ জনতা । সোমবার সকালে উপজেলার হেসাখাল ও মৌকারা ইউনিয়নের বিভিন্ন এলাকার মাজারগুলো ভাঙচুর করা হয়েছে বলে জানান নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নাঙ্গলকোট উপজেলার হেসাখালের তেতৈয়া রৌশন শাহ্ মাজার, একই ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের গণি শাহ্ মাজার, সুবেদার আবদুর রহিমের মাজার, হাবিলদার আবুল কাশেমের মাজার, আবদুল জলিলের মাজার ও নিজাম উদ্দিনের কবরস্থান এবং সৈয়দ গোলাম মহিন উদ্দিন টিপু হিয়াজুড়ির বাড়িঘর ও মৌকরা ইউপির ফতেপুর পেটেন শাহ্ মাজার ভাঙচুর করেছে এলাকার সাধারণ জনতা।
ভাঙচুর করা এসব মাজারে শিরক, গান-বাজনাসহ নানান অভিযোগে ক্ষোভ ছিল ধর্মপ্রাণ মুসলমানদের। সোমবার সকালে কয়েকশো লোক জড়ো হয়ে ধাপে ধাপে এসব মাজার ভেঙে গুড়িয়ে দেয়। মাজারগুলোতে হামলাকারীদের বেশিরভাগের মুখোশ পরা ছিল।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক সমকালকে বলেন, মাজারগুলো ভাঙচুর করার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।