কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া, বক্সগঞ্জ, সাতবাড়িয়া ও দৌলখাড় ইউনিয়নের কয়েক হাজার মানুষ বন্যায় পানিবন্দি। তাদের মধ্যে ২ হাজার পরিবারের মাঝে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া খাদ্যসামগ্রী উপহার বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পানিবন্দিদের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়।
এ সময় মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটের অনেকে এলাকার মানুষ গত কয়েকদিন ধরে পানিবন্দি আছেন। যার ক্ষতি পূরণ করা মানুষের পক্ষে অসম্ভব, যা আল্লাহর পক্ষে সম্ভব। আপনাদের জন্য গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে এসেছি। আপনারা এটি গ্রহণ করবেন। ভবিষ্যতে যে কোনো দুর্যোগে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. দুলাল হোসেন বলেন, আপনারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন। লাখ লাখ মানুষ কষ্টে আছেন। আপনাদের জন্য বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী নিয়ে এসেছি। বেগম খালেদা জিয়া ও রহমানের জন্য আপনারা দোয়া করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন মজুমদার লিটন, পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আফছার সজল, সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল প্রমুখ।