বাপ্পি মজুমদার ইউনুস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে শুক্রবার সকালে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালী শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোটাস চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে উপজেলা বিএনপি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান উপজেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম ছুপু ও উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ছালেহ আহম্মেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জোড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুস ছোয়াব, আবুল কাশেম, মফিজুর রহমান ডিলার, রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন মুশু,ডাক্তার শাহজাহান, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ ইব্রাহীম, পৌরসভা বিএনপি নেতা ডাক্তার মাঈন উদ্দিন বাহার, মিজানুর রহমান, আবু তাহের, ফখরুল ইসলাম মিঠু, দৌলখঁাড় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মিয়া, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম, ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা ইসহাক মিয়া, বটতলী ইউনিয়ন বিএনপি নেতা জামাল হোসেন, উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল নেতাকর্মী বৃন্দ।