কুমিল্লার নাঙ্গলকোটের বাংগড্ডা ইক্বরা মডেল স্কুল থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে স্কুল আঙ্গিনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংগড্ডা ইক্বরা মডেল স্কুল থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ৫২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ১৩ জন গোল্ডেনসহ ২২ জন জিপিএ-5 ও ৩১জন জিপিএ-4 লাভ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইক্বরা মডেল স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এবং সম্মানিত শিক্ষকমণ্ডলী।
উল্লেখ্য যে, অত্র বিদ্যালয় থেকে ২০১৪ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে উপজেলায় ঈর্শণীয় ফলাফল করে যাচ্ছে। ২০২১ সালে এসএসসি তে এ+ ২২ জন, ৩২ জন এ গ্রেডসহ শতভাগ পাশ।
২০২২ সালে ২৫ জন এ+, ২৬ জন এ গ্রেডসহ শতভাগ পাশ এবং ২০২৩ সালে ২২জন এ+ ৩০ জন গ্রেডসহ শতভাগ পাশ করে এবং উপজেলায় অন্যতম শীর্ষস্থান ধরে রেখেছে