কুমিল্লার নাঙ্গলকোটে তারুন্যে নির্ভর সাহসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্লাটয়র্ম নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার হাজী জাকের টাওয়ার দ্বিতীয় তলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক বাপ্পি মজুমদার ইউনুসের সভাপতিত্বে কুরআন তেলাওয়াত করেন কমিটির যুগ্ম আহবায়ক মো: নাঈম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী। তিনি বলেন- ‘ঐক্যবদ্ধ ভাবে আমাদের সংবাদকর্মীদের কাজ করতে হবে। সাংবাদিকতার ক্লিন ইমেজ ধরে রাখতে হবে। দেশব্যাপী সাংবাদিক হয়রানি হওয়ার মূল কারণ হলো সাংবাদিকদের ঐক্য না থাকা। সাংবাদিকতার বিষয়ে যত বেশি লেখাপড়া থাকবে, জানা শোনা থাকবে, সোর্স থাকবে,তত বেশি মঙ্গল হবে সাংবাদিকদের ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক সময়ের দর্পণ সম্পাদক এএফএম শোয়ায়েব, সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, লাকসাম ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কলামিষ্ট ইয়াছিন মজুমদার, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের আহবায়ক কবি ও শিক্ষক তাজুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্যাহ মিয়াজী, কবি আফজাল হোসেন মিয়াজী, কবি আজিম উল্যাহ হানিফ।
কমিটিতে ২০২৩-২০২৫ সেশনে সভাপতি পদে নির্বাচিত হন আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি বাপ্পি মজুমদার ইউনুস, সাপ্তাহিক অগ্রযাত্রার সহযোগী সম্পাদক, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম চৌধুরী, সহ-সভাপতি মুকুল মজুমদার, ইউসুফ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওমর ফারুক আল নিজামী, অর্থ সম্পাদক এইচ এম আজিজুল হক, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন হৃদয়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকী, প্রচার সম্পাদক মনির আহমেদ, প্রকাশনা সম্পাদক ফজলুল কবির, তথ্যও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল নোমান, সমাজসেবা সম্পাদক আবদুল হালিম দুলাল, দপ্তর সম্পাদক আবদুল হান্নান। নিবার্হী সদস্য পদে নির্বাচিত হন রবিউল হোসেন রাজু, মাস্টার সাইফুল ইসলাম, মহসিনুর রহমান সজীব, খন্দকার বিল্লাল হোসেন।
নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেন সহিদ উল্লাহ মিয়াজী, খন্দকার আলমগীর হোসেন, কবিও শিক্ষক তাজুল ইসলাম, অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, কবি এস এম আবুল বাশার, আমিনুল ইসলাম রকি।
এসময় উপস্থিত ছিলেন এমডি শাহিন মজুমদার, শফিকুর রহমান বাবুল চৌধুরী, এরশাদ উল্লাহ সোহেল প্রমুখ।