০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সামাজিক ও স্বেচ্ছাসেবী অরানৈতিক সংগঠন

খাজুরিয়া সমাজকল্যাণ সংস্থা’র সেবামূলক কাজের খন্ডচিত্র

খাজুরিয়া সমাজকল্যাণ সংস্থা অর্থ সহায়তার খন্ডচিত্র

সমাজের অবহেলিত মানুষগগুলোকে সঠিক রাস্তা দেখানোই সামাজিক সংগঠনের প্রথম কাজ। একতাবদ্ধ হয়ে সমাজের কিছু অসংগতি নিয়ে কাজ করা। একটি অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন নিয়ে কাজ করা, সচেতন করা। মানুষের পাশে থেকে মানুষের দু:খ দুর্দশা সুবিধা অসুবিধা নজরে এনে কাজ করতে এগিয়ে যাওয়া। এ মানবিক গুনগুলো একজন সমাজকর্মীর হৃদয়ে লালন করে এগিয়ে চলার মাঝে প্রকৃত শান্তি খোঁজে পাওয়া।

সমাজ সংস্কৃতির কিছু মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বাড়ানোর এক মিলনস্থল। যেখানে একি সমাজের কিছু মানুষের মধ্যে তৈরী হয় একটি পরিবার। একটি অঞ্চল হয়ে যায় একটি ঘরের ছাদ। একি ছাদে থেকে সবার সাথে সবার ভাব আদান প্রদানের মধ্যদিয়ে কিছু সামাজিক দায়িত্ব পালনের জন্য অংগীকারবদ্ধ হওয়া। একি অঞ্চলের মানুষগুলোকে একি সুতায় বেধে একে অপরকে সুখে দু:খে প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
ইতিহাস ঐতিহ্য সবার সামনে উপস্থাপন করা, শিক্ষার হার বাড়াতে, কর্মসংস্থান গড়তে, জনশক্তি তৈরী করতে, জনসংযোগ তৈরী করতে একতাবদ্ধ হওয়া এবং সবাই মিলে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্ষেত্র বিশেষ সরকারের নজরে এনে সরকারের কাছ থেকে কাজ করিয়ে নেওয়া। সমাজের ছাত্রসমাজকে শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা, গরীব মেধাবী মানুষগুলোকে কাজে লাগানো। নিজের সম্পদগুলো সঠিক কাজে লাগানোর পরামর্শ প্রদান করা, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা তৈরী করা ইত্যাদি ইত্যাদি।
প্রয়োজন দক্ষ সংগঠক। প্রয়োজন একতা। প্রয়োজন জনসংযোগ। প্রয়োজন ভালো মানসিকতার। এসব মানবিক কাজ করে এরি মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন খাজুরিয়া সমাজকল্যান সংস্থা।
গত ১২ ই মে, রোজ শুক্রবার সংগঠনটি যে কয়টি মানবিক সাহায্য প্রকল্পের তহবিল হস্তান্তর করেছে, নিন্মে তা তুলে ধরা হল
সংগঠনটি যাদের পাশে দাঁড়িয়েছেন।
১-ক্যান্সারে মৃত সিদ্দিকুর রহমানের পরিবার। ৫০,০০০/=
২- ক্যান্সারে মৃত আব্দুর রশিদের পরিবার ৬৩,৫০০/=
৩- চক্ষু অপারেশনের সাহায্যপ্রার্থী মোহাম্মদ নাঈম ৪১,৫০০/=
৪-কিডনি রোগের চিকিৎসা সহায়তার আবেদনকারী মোহাম্মদ কিরণ ৪১,৫০০/=
লেখকের পরিচিতি

সামাজিক ও স্বেচ্ছাসেবী অরানৈতিক সংগঠন

খাজুরিয়া সমাজকল্যাণ সংস্থা’র সেবামূলক কাজের খন্ডচিত্র

আপডেট সময় : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

সমাজের অবহেলিত মানুষগগুলোকে সঠিক রাস্তা দেখানোই সামাজিক সংগঠনের প্রথম কাজ। একতাবদ্ধ হয়ে সমাজের কিছু অসংগতি নিয়ে কাজ করা। একটি অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন নিয়ে কাজ করা, সচেতন করা। মানুষের পাশে থেকে মানুষের দু:খ দুর্দশা সুবিধা অসুবিধা নজরে এনে কাজ করতে এগিয়ে যাওয়া। এ মানবিক গুনগুলো একজন সমাজকর্মীর হৃদয়ে লালন করে এগিয়ে চলার মাঝে প্রকৃত শান্তি খোঁজে পাওয়া।

সমাজ সংস্কৃতির কিছু মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বাড়ানোর এক মিলনস্থল। যেখানে একি সমাজের কিছু মানুষের মধ্যে তৈরী হয় একটি পরিবার। একটি অঞ্চল হয়ে যায় একটি ঘরের ছাদ। একি ছাদে থেকে সবার সাথে সবার ভাব আদান প্রদানের মধ্যদিয়ে কিছু সামাজিক দায়িত্ব পালনের জন্য অংগীকারবদ্ধ হওয়া। একি অঞ্চলের মানুষগুলোকে একি সুতায় বেধে একে অপরকে সুখে দু:খে প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
ইতিহাস ঐতিহ্য সবার সামনে উপস্থাপন করা, শিক্ষার হার বাড়াতে, কর্মসংস্থান গড়তে, জনশক্তি তৈরী করতে, জনসংযোগ তৈরী করতে একতাবদ্ধ হওয়া এবং সবাই মিলে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্ষেত্র বিশেষ সরকারের নজরে এনে সরকারের কাছ থেকে কাজ করিয়ে নেওয়া। সমাজের ছাত্রসমাজকে শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা, গরীব মেধাবী মানুষগুলোকে কাজে লাগানো। নিজের সম্পদগুলো সঠিক কাজে লাগানোর পরামর্শ প্রদান করা, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা তৈরী করা ইত্যাদি ইত্যাদি।
প্রয়োজন দক্ষ সংগঠক। প্রয়োজন একতা। প্রয়োজন জনসংযোগ। প্রয়োজন ভালো মানসিকতার। এসব মানবিক কাজ করে এরি মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন খাজুরিয়া সমাজকল্যান সংস্থা।
গত ১২ ই মে, রোজ শুক্রবার সংগঠনটি যে কয়টি মানবিক সাহায্য প্রকল্পের তহবিল হস্তান্তর করেছে, নিন্মে তা তুলে ধরা হল
সংগঠনটি যাদের পাশে দাঁড়িয়েছেন।
১-ক্যান্সারে মৃত সিদ্দিকুর রহমানের পরিবার। ৫০,০০০/=
২- ক্যান্সারে মৃত আব্দুর রশিদের পরিবার ৬৩,৫০০/=
৩- চক্ষু অপারেশনের সাহায্যপ্রার্থী মোহাম্মদ নাঈম ৪১,৫০০/=
৪-কিডনি রোগের চিকিৎসা সহায়তার আবেদনকারী মোহাম্মদ কিরণ ৪১,৫০০/=