
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
রাশেদ হোসাইন নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা:-২০২৫ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান বুধবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা প্রভাষক মনসুর হেলালের সঞ্চালনায় উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাসার ভূঁইয়া
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ স্যার,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড.মোঃ হাবীবুর রহমান খোকন, শিক্ষক পরিষদের সম্পাদক সোহরাব হাসান,আরো উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষক গণ প্রমুখ
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছাত্র ও ছাত্রীবৃন্দ প্রমুখ
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর তিন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ।