
ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ হোটেল সাংগ্রী-লা ইন্ এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়।
নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক আলাউদ্দিন মিয়ার পরিচালনায় ও গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - আবু সায়েম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার, আবুল খায়ের তালুকদার, এডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও আবুল হাশেম প্রমুখ।
এসময় বক্তারা বলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি ঢাকায় বসবাসরত ঢালুয়া ইউনিয়নের মানুষদের সুখ-দুঃখ ও আনন্দ ভাগাভাগি করে নেয়ার সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি প্রদান শেষে ফুলের মালা দিয়ে সবাইকে বরন করে নেয়া
হয়।
সম্পাদক ও প্রকাশক : বাপ্পি মজুমদার ইউনুস, বার্তা সম্পাদক: খন্দকার আলমগীর হোসাইন, সহ-সম্পাদক : নাঈম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ রাশেদ হোসাইন।
স্বত্ব © ২০০৮-২০২৫ আমাদের নাঙ্গলকোট। কারিগরি সহায়তায়, আয়াত ডিজিটাল সাইন # 01711286173