
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইল
১৪ নভেম্বর (বৃহস্পতিবার)বাগুডাঙ্গা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা’র ৩৫তম বার্ষিকী ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দিনের প্রথম অংশে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক. ক্বিরাতুল কোরআন খ. হামদে বারী তায়ালা ও নাতে রাসূল (স.) বিষয়ে তিন গ্রুপে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন ও পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন,অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক কাজী নাফিউল মজিদ ও সার্বিক সহযোগিতায় ছিলেন ক্বারী কাজী রবিউল ইসলাম ও হাফেজ আমিনুর রহমান।
দ্বিতীয় অংশে দাওয়াতী মেহমান গভীর রাত পর্যন্ত ওয়াজ করেন হযরত মাওলানা এমদাদুল্লাহ কাশেমী সাহেব, হযরত মাওলানা মুফতি মুরতাজা সাহেব, হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী সাহেব, হযরত মাওলানা মুফতি আঃ জব্বার আজমী সাহেব, হযরত মাওলানা মুফতি মোঃ মিজবাহ উদ্দিন সাহেব, হযরত মাওলানা মুফতি আঃ আজিজ সাহেব, উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন অধ্যাপক কাজী নাফিউল মজিদ ( সভাপতি, বাগুডাঙ্গা শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখান) সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজিম উদ্দিন সাহেব।