সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ সংগঠন কাদঘর এর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাদঘর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের পুনর্বাসনের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কাদঘর দিঘীরপাড় জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যাণ সংগঠন কাদঘর সাধারণ সম্পাদক রাসেল মজুমদার অভি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সমাজ সেবক শিল্পপতি নুর হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মানব কল্যাণ সংগঠন কাদঘর উপদেষ্টা আক্তার হোসেন, আহসান উল্লাহ মজুমদার, মাওলানা হায়াতুন্নবী, মানব কল্যাণ সংগঠন কাদঘর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান মজুমদার বাবু,ক্রিয়া বিষয়ক সম্পাদক শাকিব মজুমদার, উপ মানবসেবা সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, ত্রাণ বিষয়ক সম্পাদক অহিদ উল্লাহ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, ইব্রাহিম খলিল, লিটন মজুমদার, ইস্রাফিল কারী,দুলাল হোসেন,আলী হয়দার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারের পুনর্বাসনের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন অতিথি বৃন্দ।