সেচ্ছাসেবী সংগঠন মশাল এর উদ্যোগে শুক্রবার বিকাল ২ ঘটিকায় বৃত্তশালী, প্রবাসী ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাজী জোড়পুকুরিয়া অধ্যাপক মাওঃ মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া (রহঃ) মডেল মাদ্রাসার এতিম ১০০জন ছাত্রের মাঝে ফুড প্যাক বিতরণ করেন সংগঠনের পরিচালক মোঃনোবেল শিবলু জাহিদ।
ফুড প্যাক বিতরণ শেষে মাদ্রাসায় একটি সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করেন মানবিক সংগঠন মশাল।যারা এই প্রোগ্রামে বিভিন্ন কেটাগরিতে বিজয় লাভ করেছেন তাদের হাতে পুরুষ্কার তুলে দেন মশাল এর সদস্যবৃন্দু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃনোবেল শিবলু জাহিদ,সংগঠনের অর্থ সম্পাদক মোঃ রায়হান হোসান,মোঃরাকিব হোসেন,প্রবাসী সদস্য মোঃ কামরুল হাসান,মোঃশিবলু,জুবায়ের,সবুজ,জাহিদ প্রমুখ।
মানবিক সেচ্ছাসেবী সংগঠন মশাল ২৬ শে আগস্ট ২০২১ প্রতিষ্ঠা হয়।মশাল এর একটি শ্লোগান সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি।এই স্লোগান কে সামনে রেকে মশাল মানবিক কাজে এগিয়ে যাচ্ছে।মশাল সেচ্ছাসেবী সংগঠনের উল্লেখযোগ্য কয়েকটি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে।রক্তদান করা, রক্তদাতা খোজা, রক্তের গ্রুপ নির্ণয়,বৃক্ষরোপণ করা,মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা,শিক্ষা সামগ্রী বিতরণ, অন্যায়ের প্রতিবাদ করা, সেচ্ছাসেবীদের চাকরির ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প করা, বস্ত্র বিতরণ,যেকোনো দূর্যোগে মানুষের পাশে দাঁড়ানো,অসহায় শিশু ও পরিবারকে সাহায্য করা।
সেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃনোবেল শিবলু জাহিদ মানবিক এই ছাত্র নেতা সারাদেশে বিভিন্ন মানবিক কাজে জড়িত থাকেন। অসহায় গরীব মানুষ এর পাশে দাড়াঁনোর সর্বোচ্চ চেষ্টা করেন।
এছাড়া অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যবস্থা,বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ সহ বিভিন্ন সামাজিক মানবিক কাজে এগিয়ে আসেন।
সম্পাদক ও প্রকাশক : বাপ্পি মজুমদার ইউনুস, বার্তা সম্পাদক: খন্দকার আলমগীর হোসাইন
স্বত্ব © ২০০৮-২০২৩ আমাদের নাঙ্গলকোট। কারিগরি সহায়তায়, আয়াত ডিজিটাল # 01711286173