২৮ মে রবিবার বিকাল ৩ টায় নাঙ্গলকোট পৌরবাজার পুরাতন থানা রোড মিলনায়তনে “সাংবাদিক সায়েম মাহবুব স্মৃতি সংসদ” র আহবায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব কবি আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত উপস্থাপনায় এবং আহবায়ক এএফ এম শোয়ায়েবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাংবাদিক মাইন উদ্দিন দুলাল, মানবাধিকার নেতা একেএম রফিকুল হায়দার মজুমদার, কবি মোহাম্মদ সোহরাব হোসেন, মো: শাহাদাত হোসেন, বাপ্পি মজুমদার ইউনুস, আবদুর রহিম বাবলু, হুমায়ুন কবির আজাদ প্রমুখ।
উল্লেখ্য: মরহুম সিনিয়র সাংবাদিক সায়েম মাহবুবকে (১৯৭২-২০২৩) নিয়ে নাগরিক শোক সভা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয় এবং উনার জন্য মাগফিরাত কামনা করা হয়।