কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষ থেকে র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি সকাল সাড়ে দশটায় নাঙ্গলকোট সার্ভিসিং সেল থেকে শুরু হয়ে নাঙ্গলকোট লোটাস চত্বর, নাঙ্গলকোট পৌরবাজার ও নাঙ্গলকোটের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাঙ্গলকোট উপজেলা অডিটরিয়ামের সামনে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী জিএম দেলোয়ার হোসেন ভুঁইয়া, ডিজিএম মো: সালাউদ্দিন, এজিএম মোশারফ হোসেন, মো: আব্দুর রহিম, মাহফুজুর রহমান, শাহাদাত হোসেন, ক্যাশিয়ার জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।