আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার ২০২৩-২৪ ইং সেশনের নতুন কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ’র সহ সভাপতি ডা. আব্দুল মমিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান।
উক্ত কমিটি সভাপতি হিসাবে মোঃ আবু জাফর সালেহ, সহ সভাপতি মুফতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মুফতি শহিদুল ইসলাম কে দায়িত্ববার দেন কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি।
উল্লেখ্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন নামে পরিচিত। ২০১৬ সালের ২৮ জুলাই এটি আত্মপ্রকাশ করে। সাত দফা কর্মসূচির ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হয়। সংগঠনের ২০২১–২০২২ সেশনের সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ।
বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম এবং মহাসচিব ইউনুস আহমাদ। ১৯৮৭ সালের ১৩ মার্চ বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যপ্রয়াসী একটি ইস্যু ভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে আন্দোলনে অনৈক্য ও ভাঙ্গনের ফলে এটি চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি একক রাজনৈতিক দলে পরিণত হয়। মূলত ১৯৯১ সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। ২০০৮ সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাতপাখা প্রতীক লাভ করে। বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এটি এককভাবে অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভ করে।