০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক সায়েম মাহবুবকে নিয়ে শাহাদাত হোসেন’র কবিতা-গামছা কাঁধে 

উৎসর্গ: সাংবাদিক সায়েম মাহবুবকে।
আর পাব না আসতে যেতে
গামছা কাঁধে খালি গায়ে পুকুর ঘাটে।
ডাকবে না আর দাঁড়াও বলে
চা খেতে চাই ওই দোকানে।
হাসতে হাসতে কথার চলে
সময় যেতো কেমনে চলে
তোমার বোধহয় হচ্ছে ক্ষতি
যাও এখন সন্ধ্যায় আসবো প্রেসক্লাবে।
সবজি নিয়ে বাড়ির পথে
যাচ্ছি আমি মটর দৌড়ে
পিছন থেকে ডাকছে আবার
সম্ভবত বৃহঃবারে।
আমার ক্ষেতে সবজি আছে
মাইনে ছাড়া নিতে পারো, তোমার যত চাই
বাড়িতে তো আমার তেমন খাওয়ার কেউ নাই।
নেই তুমি আজ পড়ছে মনে
ঝরছে পানি চোখের কোণে
প্রভুর নিকট এই প্রার্থনা জানাই,
আরশের মালিক মায়া করে তোমায় যেন
জান্নাতে দেয় ঠাঁই
ক্রীড়া সম্পাদক, নাঙ্গলকোট প্রেসক্লাব 
নাঙ্গলকোট, কুমিল্লা।
01728-490771
লেখকের পরিচিতি

ভয়াবহ বন্যায় নাঙ্গলকোটের সিংহভাগ সড়ক বিধ্বস্ত!

সাংবাদিক সায়েম মাহবুবকে নিয়ে শাহাদাত হোসেন’র কবিতা-গামছা কাঁধে 

আপডেট সময় : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
উৎসর্গ: সাংবাদিক সায়েম মাহবুবকে।
আর পাব না আসতে যেতে
গামছা কাঁধে খালি গায়ে পুকুর ঘাটে।
ডাকবে না আর দাঁড়াও বলে
চা খেতে চাই ওই দোকানে।
হাসতে হাসতে কথার চলে
সময় যেতো কেমনে চলে
তোমার বোধহয় হচ্ছে ক্ষতি
যাও এখন সন্ধ্যায় আসবো প্রেসক্লাবে।
সবজি নিয়ে বাড়ির পথে
যাচ্ছি আমি মটর দৌড়ে
পিছন থেকে ডাকছে আবার
সম্ভবত বৃহঃবারে।
আমার ক্ষেতে সবজি আছে
মাইনে ছাড়া নিতে পারো, তোমার যত চাই
বাড়িতে তো আমার তেমন খাওয়ার কেউ নাই।
নেই তুমি আজ পড়ছে মনে
ঝরছে পানি চোখের কোণে
প্রভুর নিকট এই প্রার্থনা জানাই,
আরশের মালিক মায়া করে তোমায় যেন
জান্নাতে দেয় ঠাঁই
মোঃ শাহাদাত হোসেন 
ক্রীড়া সম্পাদক, নাঙ্গলকোট প্রেসক্লাব 
নাঙ্গলকোট, কুমিল্লা।
01728-490771