
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাঙ্গলকোটের সত্যনিষ্ঠ তারুণ্য নির্ভর সাহসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নাঙ্গলকোট সাংবাদিক সমিতির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান রবিবার নাঙ্গলকোট পৌর সদরের স্বপ্নচূড়া রেস্টুরেন্টে বিকাল ৫ টায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল হোসাইন রাজুর প্রানবন্ত সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত ও সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুছ’র শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু অনুষ্ঠানের মূল কার্যক্রম।
ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতির উপদেষ্টা দৈনিক রেনেসাঁ পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা শহিদ উল্লাহ মিয়াজী, শ্যামল বাংলা টিভির চেয়ারম্যান সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন, মাষ্টার তাজুল ইসলাম, নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মানবাধিকার ও সমাজকর্মী সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী।
এছাড়াও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সহ-সভাপতি মুকুল মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক আফজাল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক আলাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুক নিজামী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মু. শাহাদাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম বাবলু, সদস্য সোহেল এরশাদ উল্লাহ্, অনিক আহমেদ মনির, বশির উদ্দিন, ফয়সাল আহমেদ, ফজলুল করিম, সাইফুল ইসলাম প্রমূখ।