একটা আদর্শিক সংগঠনেও সফল বিপ্লবের জন্য হাজার হাজার নেতা ও লক্ষ লক্ষ কর্মীর পাশাপাশি একজন বৈপ্লবিক নেতার বড় প্রয়োজন।একজন বৈপ্লবিক নেতৃত্বই গোটা জাতি ও দেশকে জাগিয়ে তুলতে পারে।
একজন বৈপ্লবিক নেতার সঠিক নেতৃত্ব ও বলিষ্ঠ কন্ঠের একটি উচ্চারন একটা জাতির মাঝে বিপ্লবের ঢেউ জাগিয়ে দিতে পারে।
পৃথিবীতে যত গুলো বিপ্লব সংঘটিত হয়েছে তার সামনে ছিল একজন সাহসী ও বৈপ্লবিক নেতার নেতৃত্বে।বিপ্লবী নেতৃত্ব ছাড়া কেবল মাত্র পুথিগত সুত্র দিয়ে কোন বিপ্লবের ইতিহাস জানা নেই।
মদীনা ইসলামী রাষ্ট্রও কায়েম হয়ে ছিল বিশ্ব মানবতার মুক্তির দুত সর্বকালের শ্রেষ্ঠ বিপ্লবী নেতা বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ)এর বিপ্লবি নেতৃত্বে।