দেশের স্বাধীনতার জন্য একাত্তরে যুদ্ধে গিয়েছিলেন শামসুল হক। স্বাধীন দেশের মানুষের জানমাল রক্ষা করতে গিয়ে জীবন দিলেন তাঁর ছেলে মনিরুজ্জামান (৩০)।
গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত হন ফায়ার সার্ভিসের সদস্য মনিরুজ্জামান। সোমবার জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে। শামসুল হক ২০২০ সালের ১৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
মনিরুজ্জামান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শামছুল হকের ছেলে। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিরা স্টেশনে কর্মরত ছিলেন।