সম্পত্তি বিরোধের জেরে ভাইয়ের হামলা — ঘর থেকে ২৮০,০০০ টাকা ও ২ ভরি স্বর্ণ লুট
রাশেদ হোসাইন নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
পারিবারিক সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের হাতে আহত হয়েছেন সহোদর ভাই সহ পরিবার ৩ জন আহত হন।ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন ৮নং শুকনতলা গ্রামে গত ২৫ তারিখ রোজ বুধবার বিকাল ৫ টায় এই ঘঠনাটি ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল ভাইদের মধ্যে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি। একপর্যায়ে গত ২৫ তারিখ বুধবার বিকাল ৫ টায় কথা কাটাকাটির একপর্যায়ে নুরু ইসলাম,এয়ায়েত,আলম,জহির ইসলাম,ফকরুল ইসলাম(পিতা মৃত আবদুস ছোবাহান,ওমর ফারুক(মৃত আবদুস ছোবাহান),আবু দাউদ(পিতা মৃত সজযুত আলি),সাইফুল ইসলাম(পিতা মৃত সজযুত আলি)
,সহিনুর(স্বামী জহির ইসলাম,সকিনা বেগম(স্বামী নুর ইসলাম), সাজু বেগম(স্বামী সুমন),রোজিনা বেগম(স্বামী আলম),শ্রাবণী আক্তার(স্বামী তুহিন ইসলাম),সামিনা আক্তার(স্বামী শুক্কর আলী),রুমা আক্তার(স্বামী সালাউদ্দিন),রোজিনা বেগম(স্বামী এনায়েত),খুরশিদা(স্বামী মৃত আব্দুল কাদের)ক্ষিপ্ত হয়ে আপন চাচাতো বড় ভাই [আবুল কাশেম]-এর উপর হামলা চালায়। এতে তিনি সহ ৩জন গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী আবুল কাশেম আরও জানান, "আমার স্ত্রীর জমানো ২ ভরি স্বর্ণালঙ্কার ও ব্যবসার জন্য রাখা নগদ ২ লাখ ৮০ হাজার টাকা তারা নিয়ে গেছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয়রা জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত। শুধু সম্পত্তি নয়, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে। তারা বলেন, "এভাবে কারো ঘরে ঢুকে টাকা-পয়সা লুট করা ও হামলা চালানো মেনে নেওয়া যায় না। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, "ঘটনাটি দুঃখজনক। পারিবারিক বিরোধ এমন পর্যায়ে যাবে, ভাবা যায় না। আমরা চেষ্টা করছি মীমাংসার।
নাঙ্গলকোট থানা পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, অভিযোগ পেয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : বাপ্পি মজুমদার ইউনুস, বার্তা সম্পাদক: খন্দকার আলমগীর হোসাইন, সহ-সম্পাদক : নাঈম উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ রাশেদ হোসাইন।
স্বত্ব © ২০০৮-২০২৫ আমাদের নাঙ্গলকোট। কারিগরি সহায়তায়, আয়াত ডিজিটাল সাইন # 01711286173