বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উদ্যোগে বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে সিএনজি-অটো চালক ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ফারুক মিয়াজির পরিচালনায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও খাবার বিতরণের এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, মাওলানা আবদুল মান্নান, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি ও বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুবুল হক, রায়কোট ইউনিয়ন উত্তর শ্রমিক কল্যান সভাপতি মু.আবু তাহের, ট্রেড ইউনিয়ন সেক্রেটারি ফরহাদ আহম্মদসহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক নেতৃবৃন্দ।
পরে, বিভিন্ন সিএনজি স্টেশনে সিএনজি চালক, অটো চালক, ট্রাক্টর চালক, ও শ্রমিকদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : বাপ্পি মজুমদার ইউনুস, বার্তা সম্পাদক: খন্দকার আলমগীর হোসাইন
স্বত্ব © ২০০৮-২০২৩ আমাদের নাঙ্গলকোট। কারিগরি সহায়তায়, আয়াত ডিজিটাল # 01711286173